চিঠির অপেক্ষা💖

চিঠির অপেক্ষা💖

Size
Price:

Read more

 

                                                             চিঠির অপেক্ষা💖

ছোট্ট এক গ্রামে থাকতো আরিফ ও মায়া। দুজনেই একসাথে বড় হয়েছে, একই স্কুল, একই মাঠে খেলাধুলা, আর ধীরে ধীরে গড়ে উঠেছিল এক অদ্ভুত মায়াবী ভালোবাসা।

স্কুল শেষে আরিফ শহরে চলে যায় পড়াশোনার জন্য। যাওয়ার সময় মায়াকে বলেছিল,
"প্রতিদিন তোমার জন্য একটা চিঠি লিখবো।"

প্রথম কিছুদিন নিয়মিত চিঠি আসতো। মায়া প্রতিটা চিঠি যত্ন করে রেখে দিত। কিন্তু ধীরে ধীরে চিঠির সংখ্যা কমে আসে। মাস যায়, বছর পেরিয়ে যায়, আর চিঠি আসে না।

মায়া ভেবেছিল, হয়তো আরিফ তাকে ভুলে গেছে।

১০ বছর পর, হঠাৎ একদিন গ্রামের ডাকঘর থেকে খবর আসে –
ডাকঘরের পুরনো আলমারি ভাঙা হয়েছে, আর সেখান থেকে শত শত চিঠি পাওয়া গেছে – সব চিঠির উপরে লেখা "মায়ার জন্য"

আরিফ প্রতিদিন সত্যিই চিঠি লিখেছিল। ডাকপিয়নটি মারা যাওয়ার পর তার জমানো চিঠিগুলো আর কেউ পাঠায়নি।

চিঠিগুলো হাতে নিয়ে মায়া শুধু একটাই কথা বলেছিল –
"ভালোবাসা কখনো মরে না, সে শুধু অপেক্ষা করতে জানে।"



price/$3000

Size/Small/Big/Medium

off/50%

0 Reviews

Contact form

Name

Email *

Message *